
নিউজটাইম ওয়েবডেস্ক : ব্লাড গ্রুপের ওপরও নির্ভর করছে করোনা সংক্রমনের সম্ভবনা, এমনটাই জানালো উহান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এ ব্লাড গ্রুপের মানুষের সংক্রমনের সম্ভবনা অন্যান্য সমস্ত ব্লাড গ্রুপের তুলনায় বেশি, এবং সবথেকে কম সম্ভবনা ও ব্লাডগ্রুপের মা। এক চিনা পত্রিকায় প্রকাশিত হয়েছে এই রিপোর্ট। যেখানে বলা হয় আক্রান্ত রোগিদের মধ্যে একটি পরীক্ষা চালায় একদল গবেষক যেখানে দেখা যায় রক্তের তারতম্যের জন্যে হতে পারে সংক্রমনের তারতম্য।
উহান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেন্টার ফর এভিডেন্স বেসড এন্ড ট্রান্সলেশন মেডিসিনের গবেষক ওয়াং শিংহুয়ান এর নেতৃত্বে ২০০০ আক্রান্ত রোগির শরীর থেকে রক্তের নমুনী সংগ্রহ করে এই পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় দেখা যায় এ গ্রুপের রক্তের রোগীদের মধ্যে সংক্রমন হয়েছে তুলনামুলক দ্রুত ও প্রভাবও হয় বেশ ভয়ানক। ২০৬ জন রোগীর মধ্যে, ৮৬ জনের এ গ্রুপের রক্ত এবং ৫২ জনের শরীরে ও গ্রুপের রক্ত। এই পরীক্ষার পরই গবেষকরা জানান, এ গ্রুপ যে সমস্ত মানুষের তাঁদের তুলনামুলক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যাঁদের রক্তের গ্রুপ ও তাদের সংক্রমনের সম্ভবনা তুলনামুলক ভাবে কম।