
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে করোনার নয়া হদিশ মহারাষ্ট্রের পুনে। সেখানে আরও দু জন আক্রান্ত হল মারণ ভাইরাসে। পাশাপাশি কেরলে আরও ৬ জনের দেহে মিলেছে এই ভাইরাস। এর ফলে কেরলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২।ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৩।
কেরল, দিল্লি, উত্তরপ্রদেশে ও তেলেঙ্গানার পর সোমবার করোনা হানা দেয় কর্নাটক, পঞ্জাব ও জম্মু-কাশ্মীরে। এ দিকে, কেরল, দিল্লি ও উত্তরপ্রদেশে ফের একজন করে আক্রান্ত হয়েছেন। সোমবার মধ্যরাতে টেস্টের পজিটিভ রিপোর্ট আসে পুনের দুই ব্যক্তির। তাঁদের পুনের নাইডু হাসপাতালে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত দুজনের দুবাই সফর করেছিলেন। এরপর মঙ্গলবার কেরলে নতুন করে ৬ জনের টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। সেখানে গত তিনদিনে ১২ জনের শরীরের করোনা মিলেছে। করোনা আক্রান্ত এমন সন্দেহে ২৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। এঁদের মধ্যে ৯৫ জন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন আধিকারিকরা। ৩১ মার্চ পর্যন্ত কেরলের সব সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।