
নিউজটাইম ওয়েবডেস্ক : পৃথক কামতাপুর রাজ্যের দাবীতে মঙ্গলবার সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত ময়নাগুড়ি স্টেশনে রেল অবরোধ করে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম। ময়নাগুড়ি স্টেশনে আসাম থেকে শিয়ালদহগামী ট্রেন কে অবরোধকারিরা আটকে রাখে ৪ ঘন্টা। উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে বিভিন্ন যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে যায়।রেলের পদস্থ আধিকারিকেতা ঘটনাস্থলে আসেন।
আন্দোলনকারিদের দাবী, কেন্দ্রকে জানিয়ে দেবে রেল, এই আশ্বাসে আন্দোলনকারিরা রেল রোকো ৪ ঘন্টা পর তুলে নেয়।তবে রেল রোকোর প্রভাবে বিভিন্ন স্টেশনে আটকে থাকা ঘন্টার পর ঘন্টা ট্রেনে যাত্রী বিক্ষোভ বাড়তে থাকে।কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি এবং কামতাপুর পিপলস পার্টি যৌথ ভাবে এই ফোরাম গঠন করে রেল রোকোর ডাক দিয়েছিল।দুই একটি ট্রেনকে অন্যরুটে ঘুরিয়ে চালানো হয়েছিল।Latest posts by news_time (see all)
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023