
নিউজটাইম ওয়েবডেস্ক : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির কুমন্তব্যতে দেশজুড়ে নিন্দের ঝড় উঠেছে। প্রকাশ্য সভায় মন্ত্রীকে শুভেন্দু অধিকারীর উদ্দেশে বলতে শোনা যায়, ‘তোমাদের রাষ্ট্রপতিকে কেমন দেখতে?’ এর মতো মন্তব্য। এই বক্তব্যের পর উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি।গতকালই অখিল গিরির বিরুদ্ধে দিল্লিতে এফআইআর দায়ের করেছে বিজেপি। এইবার হাইকোর্ট পর্যন্ত গড়াল এই ঘটনা।
সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষন করে আইনজীবী সুস্মিতা সাহা দত্ত।এদিন তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির মন্তব্য, সংবিধানের অবমাননা করা। সাংবিধানিক প্রধান সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায় না। রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনোও ব্যবস্থা নিচ্ছে না। আদালত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।’ সবটুকু শুনে, প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিলেন।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023