মন জিতল জাপান

নিউজটাইম ওয়েবডেস্ক : বোম ফেলেছে জাপানি। জার্মানিকে হারাবার পর সোশ্যাল সাইটে ওয়ান লাইনারের ছড়াছড়ি। আগুনে ফুটবলে মন জিতেছেন জাপান ফুটবলাররা। আর মাঠের বাইরে দিল জিতেছেন জাপানি সমর্থকরা। কি ভাবে? খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ ছিল। কাতারে কাতারে সমর্থক কাতারে এসেছেন। খেলার পর দেখা গেছে মন ভালো করা ছবি। গ্যালারি পরিষ্কার করে, ডাস্টবিনে ফেলছেন জাপানি সমর্থকেরা। জলের পাউচ, খাবারের বক্স, প্যাকেট, সব জড়ো করে ফেলে আসছেন নির্দিষ্ট জায়গায়। কাতারের মানুষ অভিনন্দন জানিয়েছেন ওঁদের মানসিকতাকে।

যদিও এসব প্রচারে মোটেও উৎসাহী নন জাপানী সমর্থকেরা। বরং যে প্রান্তেই ওঁরা হাজির থাকেন এই শৃঙ্খলা মেনে চলেন। পুরোনো জীবনপাঠ মনে করিয়ে দিলেন ওঁরা। আপনার ব্যবহার আপনার পরিচয়। তবে আসল টুইস্ট এরপর তোলা ছিল। জাপানি ফুটবলাররা স্টেডিয়াম ছাড়ার পর স্টেডিয়াম কর্মীরা ভেতরে যান। ড্রেসিংরুমে ঢুকে চোখ ছানাবড়া হয়ে যায়। কোথাও এতটুকু ময়লা নেই। জলের বোতল, স্প্রে, চকোলেট মোড়ক, ব্যান্ডেজ, আরো নানান জিনিস একপাশে সরিয়ে রেখে গেছে মোরিয়াসু’র দল। দোয়ান, আসানোরা মাঠে গোল করে নিজের কাজ করেছেন। সাজঘরে ফিরেও শিখিয়ে গেছেন শৃঙ্খলার পাঠ। সবাই যদি ওঁদের মতো ভাবতে পারতেন…

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube