
নিউজটাইম ওয়েবডেস্ক : বোম ফেলেছে জাপানি । জার্মানিকে বিধ্বস্ত করার পর এবার স্প্যানিশ আর্মাডাকেও গুঁড়িয়ে দিল জাপান। ইতিহাস গড়ে নক আউটে পৌঁছে গেল জাপান। ২-১ গোলে জেতার রাতে জাপানি নায়ক দোয়ান আর তানাকা। পরতে পরতে টুইস্ট। পরের রাউন্ডে গেল জাপান আর স্পেন। ছিটকে গেল জার্মানি। পরিসংখ্যান বলছে ম্যাচে ১০৫৮ টা পাস খেলেছে এনরিকের দল।
৮৩ শতাংশ বল পজেসান দের দখলে। তবে কাজের কাজটা করে গেল জাপানই। বিরতির পর ১০ মিনিটের স্পেলে দু’গোল করলো জাপান। ছোট্ট টর্নেডোয় শেষ স্পেন। ঝটিতি কাউন্টার অ্যাটাক। প্রতিটা বলের জন্য ঝাঁপানো। তিকিতাকার ছন্দ নষ্ট করে দিলো মরিয়াসুর দল। একই গ্রুপে দুটো বড় দলকে হারানো। জাপানি ফুটবলে সূর্যের তেজ। তবে কাতারের অধিকাংশ ম্যাচের মতো ভারাক্রান্ত হল স্পেন। দ্বিতীয় গোলের ক্ষেত্রে ভার দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন রেফারি। প্রথমে মনে হয়েছিল বল গোললাইন অতিক্রম করে গেছে। পরে সিদ্ধান্ত বদলান রেফারি। ভার বড্ড ভারী হলো স্পেনের কাছে। হয়তো জার্মানির কাছেও।Latest posts by news_time (see all)
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023
- কাজীপাড়ার ঘটনা নিয়ে সরব আইএসএফ বিধায়ক - April 1, 2023