
নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার রাতে কাতারে কি আবার জাপানি বোমা?প্রত্যাশা যে অনেক বেড়ে গিয়েছে জাপানকে নিয়ে। রাত সাড়ে আটটায় থ্রি কোয়ার্টারের ম্যাচে তারা নামছে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। গ্রুপে স্পেন ও জার্মানিকে টপকে এক নম্বর জায়গাটা ছিনিয়ে নিয়েছে জাপান। অন্যদিকে গতবারের রানার্স ক্রেয়েশিয়া গ্রুপে দ্বিতীয় হয়ে নক আউটে এসেছে। হাড্ডাহাড্ডি ম্যাচ। যারা স্পেন, জার্মানিকে হারিয়েছে, তারা এবার ক্রোয়েশিয়া বধের জন্য টগবগিয়ে ফুটছে।
প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে তৈরি সামুরাই ব্লু। তবে তাদের চিন্তা কার্ড সমস্যায় এই ম্যাচে তারা পাচ্ছে না ডিফেন্ডার কো ইতাকুরাকে। এবং চোটের জন্য অনিশ্চিত তাকেফুসা কুবো। ক্রোয়েশিয়া আবার অস্বস্তিতে আছে দুই সিনিয়ার ফুটবলার লুকা মদ্রিচ ও দেজান লোভরেন একটি করে হলুদ কার্ড দেখে থাকায়। এই ম্যাচে আর একটি কার্ড দেখলে তারা কোয়ার্টার ফাইনালে উঠলে খেলতে পারবেন না। তাই সতর্ক হয়ে থাকতে হবে তাঁদের। সব মিলিয়ে জাপানি আগ্রাসন নিয়ে খুব একটা স্বস্তিতে নেই ক্রোয়েশিয়া।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023