
নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, শিল্পপতি জামশেদ জে ইরানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। চার দশক ধরে তিনি ‘টাটা স্টিল’ এর সাথে যুক্ত ছিলেন।ভারতীয় স্টিল শিল্পে তাঁর অবদানের জন্য, ‘দ্য স্টিল ম্যান অফ ইন্ডিয়া’র পালক যুক্ত করা হয় তাঁর মাথার অদৃশ্য মুকুটে।
১৯৩৬ সালের ২ জুন নাগপুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি।১৯৫৬ সালে সাইন্স কলেজ থেকে বিএসসি পাশ করেন তিনি, ১৯৫৮ সালে নাগপুর ইউনিভার্সিটি থেকে জিওলজিতে এমএসসি পাশ করেন। এরপর ইউনাইটেড কিংডমের শেফেল্ড’এ উচ্চশিক্ষা সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করে প্রথমে ব্রিটিশ আইরন এন্ড স্টিল রিসার্চ অ্যাসোসিয়েশনে কর্মজীবন শুরু করলেও, ১৯৬৮ সালে ভারতে ফিরে ‘ডিরেক্টর ইন চার্জ অফ রিসার্চ এন্ড ডেভেলোপমেন্ট’এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্ত হন তৎকালীন টাটা আইরন এন্ড স্টিল এর সাথে। বর্তমানে যা পরিচিত ‘টাটা স্টিল’ হিসেবে। ১৯৭৮ সালে তিনি কোম্পানির জেনারেল সুপারিনটেন্ডেন্ট পদ পান।এরপর ১৯৭৯ সালে জেনারেল ম্যানেজার, ১৯৮৫ সালে প্রেসিডেন্ট অফ টাটা স্টিল এবং ১৯৮৮ সালে সালে টাটা স্টিলের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর হন। ১৯৯২ সালে থেকে ২০১১ সালে অবসরের আগে পর্যন্ত তিনি টাটা স্টিলের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ শিল্পমহল।Latest posts by news_time (see all)
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023
- কাজীপাড়ার ঘটনা নিয়ে সরব আইএসএফ বিধায়ক - April 1, 2023