
নিউজটাইম ওয়েবডেস্ক : চন্দননগরে আজ মায়ের বিদায়ের পালা। তাই মন্ডপে মন্ডপে শুরু হয়েছে সিঁদুর খেলাl দুপুরের পর থেকেই শুরু হয়ে যাবে বিসর্জনের প্রক্রিয়া। যে সমস্ত প্রতিমা শোভাযাত্রায় অংশগ্রহণ করবে না তারা আজকে বিসর্জন করবে,বাকি পুজো কমিটি রাতের শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিসর্জন করবে আগামীকাল l স্থানীয়দের মায়ের কাছে প্রার্থনা, সবাইকে ভাল রাখো সুস্থ রাখো।
উল্লেখ্য, স্বরাষ্ট্র দফতরের তরফে, কিছুদিন আগেই জগদ্ধাত্রী পুজোর বিসর্জন সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছিল। ৫ তারিখের মধ্যেই সমস্ত পুজোর বিসর্জন সমাপ্ত করতে বলা হয়েছিল। এসপি,সিপি দের এই বিসর্জন সংক্রান্ত ব্যবস্থা নিতে বলা হয়েছিল। বিসর্জনের জন্য শোভাযাত্রা করলে, তা আগে থেকে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানোর কথা বলা হয়েছিল।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023