
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভশ্রী মুহুরী ।।
রবিবার মানেই ভালো-মন্দ খাওয়া। সপ্তাহের এই একটা দিনেই সংযম ভুলে মনের মতো স্বাদে মজতে চান সকলেই। এই রীতি থেকে বাদ যান না অভিনেত্রীরাও। শিল্পা শেট্টিকে ‘সানডে বিঞ্জ’ করতে দেখে থাকেন নেটিজেনরা। এবার সেই তালিকায় নতুন সংযোজন জ্যাকলিন ফার্ণান্ডেজ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন জ্যাকলিন। সচরাচর এমনভাবে দেখা যায় না অভিনেত্রীকে। ভিডিওতে সাদা পোশাকে, মুক্তো ও হিরের গয়নায় একেবারে ‘পরীর’ মতো দেখাচ্ছে তাঁকে।কিছুটা আনন্দ, কিছুটা তৃপ্তি মাখানো একগাল হাসি তাঁর মুখে। এত আনন্দ বোধহয় নিজের শিকড় খুঁজে পাওয়ার। অভিনেত্রী সুলভ আচরণ দূরে সরিয়েই তিনি মন মজিয়েছেন ভাতে। তাও আবার দামী বাসনে, কাটা-চামচ দিয়ে নয়। খাচ্ছেন কলাপাতায়, তাও আবার হাত ডুবিয়ে। পাতে রয়েছে ভাত, সঙ্গে ডিম ও মাংস। তবে কী খাচ্ছেন, তা তিনি জানাননি। বরং ‘গেস দ্য ডিশ’ বলে নেটিজেনদের দিকে ছুঁড়ে দিয়েছেন প্রশ্ন। অভিনেত্রীর ভিডিওর নিচে অনুরাগীরাও নিজেদের অনুমানের কথা লিখেছেন।অনেকেই বলছেন অভিনেত্রী ‘বিরিয়ানি’ খাচ্ছেন, আবার বেশিরভাগই বলছেন অভিনেত্রী ‘ল্যামপ্রেজ’ খাচ্ছেন।সংখ্যাগুরু উত্তরদাতারাই আসলে ঠিক। অভিনেত্রী শ্রীলঙ্কার জনপ্রিয় খাবার ‘ল্যামপ্রেজ’ই খাচ্ছেন।যদিও অনুরাগীদের উত্তরের প্রত্তুত্তর দেননি জ্যাকলিন।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023