
নিউজটাইম ওয়েবডেস্ক : পাকিস্তানের ওয়াজিরাবাদে জাফর আলি চকে, বৃহস্পতিবার বিকেলে স্বাধীনতা পদযাত্রা চলছিল। একটি কন্টেনারের উপর দাঁড়িয়ে বক্তৃতা রাখছিলেন পাক প্রধানমন্ত্রী তথা ‘তেহেরিক-ই-ইনসাফ’ দলের নেতা ইমরান খান। এমন সময় এলোপাথাড়ি গুলি ছুঁড়ে আসে তাঁর দিকে। ডান পায়ে চারটি গুলি লাগে। এরপরই প্রশ্ন ওঠে, পাক প্রধানমন্ত্রী আবার হাঁটাচলা করতে পারবেন তো?
জানা গিয়েছে, গতকাল রাতেই অস্ত্রপ্রচার করা হয়েছে তাঁর পায়ের। গুলি বের করতে সক্ষম হয়েছেন চিকিৎসকেরা। আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি। তবে এখনই হাঁটাচলা করতে পারবেন না ইমরান। পায়ের ক্ষত সারিয়ে আবারও হাঁটাচলা করতে তাঁর বেশ খানিকটা সময় লাগবে, এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023