রাজ্যে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ব্যক্তি

নিউজটাইম ওয়েবডেস্ক : আগ্নেয়াস্ত্র সহ এক যুবকে গ্রেফতার করলো কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। আগ্নেয়াস্ত্ররের পাশাপাশি এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ কর্মীরা। এমনই ঘটনা ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার ব্যাওতা গ্রামের বাস্তবিহার এলাকায়। লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্মীরা গোপন সূত্রে খবর পায় বাস্তুবিহার এলাকায় আগ্নেয়স্ত্র বিক্রি করতে আসছেন এক বন্দুক ব্যবসায়ী। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ওত পেতে বসেছিল। যখনই এক যুবককে অসংলগ্ন অবস্থায় ঘুরতে দেখে তখনই সন্দেহ হয় পুলিশের। সঙ্গে সঙ্গে গিয়ে ওই যুবককে ধরে তল্লাশি চালাই পুলিশ কর্মীরা।

 অন্যদিকে পুলিশের তল্লাশি অভিযান দেখে পালিয়ে যায় ব্যাওতা গ্রামের দিকে থেকে আসা তিন যুবক। পরে পুলিশ কর্মীরা জানতে পারে ধৃত যুবকের নাম ভোলা পর্বত। সে বন্দুক বিক্রি করতে এসেছিল এখানে। এরপরই পুলিশকর্মীরা তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। কার কাছে বন্দুক বিক্রি করতে এসেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ কর্মীরা। ধৃত যুবকের বাড়ি ভাঙড়ের খরম্বা এলাকায়। তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পাঠাবে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube