
নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিম বর্ধমানের জামুরিয়ার চুরুলিয়া এলাকায় শিয়াল ধরার জন্য ফাঁদ পাতা হয়েছিল, কিন্তু সেই ফাঁদে যার পা আটকালো তাকে দেখে অবাক সকলে। এদিন শিয়াল ধরার কাঁটায় পা আটকে যায় এক হায়নার। বিকট আওয়াজ তুলে চিৎকার করতে শুরু করে হায়নাটি। ছুটে যান গ্রামবাসীরা। দৃশ্য দেখে অবাক হয়ে যান সকলে।
এরপর বন দফতরকে খবর দেব গ্রামবাসীরা। পরে তারাই খাঁচা নিয়ে এসে উদ্ধার করে ওই হায়নাটিকে। প্রথমে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসা করিয়ে হায়নাটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বন দফতর। হায়নাটিকে দেখতে ভিড় জমায় উচ্ছ্বসিত মানুষেরা।Latest posts by news_time (see all)
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023