
নিউজটাইম ওয়েবডেস্ক : আগ্নেয়াস্ত্র এবং তীর ধনুক সহ গ্রেফতার হল এক যুবক। বনদপ্তর সূত্রে খবর, পশু শিকারের লক্ষ্যে বাড়িতে তীর ধনুক ও আগ্নেয়াস্ত্র জড়ো করছিল সে। তবে পশু শিকারে সফল হয়নি, তার আগেই ধরা পড়ে সে। ধৃতের নাম কৃষ্ণ ছেত্রী। ধৃতের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ময়ূর এবং কচ্ছপের খোল।
বনদপ্তর সূত্রে খবর, হরিণের শিকার করা লক্ষ্য ছিল ধৃতের। সেক্ষেত্রে সব ধরণের প্রস্তুতি সেরে নিয়েছিল ধৃত। যদিও শেষ রক্ষা হয়নি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে নেপালী বস্তি এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে বনদপ্তরের ডাবগ্রাম রেঞ্জের কর্মীরা। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখছে বনকর্মীরা। গতকাল রাতে ডাব গ্রাম বরাঞ্চলের আধিকারিকদের কাছে, গোপন সূত্রে খবর আসে জোড়া শিকারীরা জঙ্গলে স্বীকার করতে যাবেন। দীর্ঘদিন ধরেই তাদের এই জোড়া শিকারীর রেকেট চলছিল বলে জানা গিয়েছে।পরিকল্পনা মতো গতকাল রাতে বৈকুন্ঠপুর জঙ্গল এলাকায় ফাঁদ পেতে গ্রেফতার করে একজনকে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023