হাওড়া পুরসভার নির্বাচনের জট কাটবে শীঘ্রই

নিউজটাইম ওয়েবডেস্ক : হাওড়া পুরসভার নির্বাচন নিয়ে জট কাটতে চলেছে।আগামী কয়েকমাসের মধ্যে নির্বাচন হবার সম্ভাবনা। হাওড়া পুরসভার ৫০ টি ওয়ার্ড ভেঙে ৬৬ টি ওয়ার্ড করা হয়েছে। এই নিয়ে আপত্তি ছিল বিরোধীদের। সোমবার হাওড়া জেলা শাসকের দপ্তরে ওয়ার্ড পুনর্বিন্যাস ও ভোটার তালিকা নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। সেখানে শাসক ও বিরোধী দলের  প্রতিনিধিরা অংশ নেন।বৈঠক শেষে বিরোধীরা জানান, ভোটার তালিকা ও ওয়ার্ড পুনর্বিন্যাস সঠিক পদ্ধতি মেনে হয়নি।

তাঁরা চান, নির্বাচন হোক। কিন্তু সঠিক পদ্ধতি মেনে করতে হবে। অন্যদিকে, শাসক দলের পক্ষ থেকে জানানো হয় যে,  বিরোধীদের কাজ হল বাধা দেওয়া।আজ বৈঠক ইতিবাচক হয়েছে।ওয়ার্ড পুনর্বিন্যাস এর তালিকা চূড়ান্ত হয়েছে।এরপর সংরক্ষনের তালিকা প্রকাশের পর নির্বাচন হবে কয়েকমাসের মধ্যেই।এমনটাই মনে করছেন তাঁরা হাওড়ার মহকুমা শাসক (সদর) তরুণ ভট্টাচার্য জানান, তাঁরা সবরকম পদ্ধতি ও নির্দেশ মেনে ওয়ার্ড পুনর্বিন্যাস করেছেন।বিরোধীদের অভিযোগ বিবেচনা করা হয়েছে। তার শুনানির কাজও সম্পন্ন করা হয়ে গিয়েছে।

 আজ সর্বদলীয় বৈঠকে সবকিছুই পরিষ্কারভাবে জানানো হয়। এরপর খুব দ্রুত ওয়ার্ডের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।তারপর সংরক্ষনের তালিকা প্রকাশ করা হবে।যেটা হলো নির্বাচনের আগের ধাপ। গতকাল পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন পঞ্চায়েত ভোটের সাথে হাওড়ার পুর ভোট হবে।আজকের সর্বদলীয় বৈঠক ফলপ্রসূ হবার পর তাই মনে করা হচ্ছে হাওড়া পুর নির্বাচনে ঢাকে কাঠি পড়লো।

উল্লেখ্য, ২০১৮ সালের ১০ই ডিসেম্বর হাওড়া কর্পোরেশনের নির্বাচিত (তৃণমূল) বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয় তারপর থেকে এখনো কর্পোরেশনের নির্বাচন হয়নি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube