
নিউজটাইম ওয়েবডেস্ক : ড্যানড্রফ বা খুশকি আসলে ত্বকেরই অংশ। কিন্তু শীতকালে ত্বক রুক্ষ হয়ে যাওয়ায় ড্যানড্রফ’এর একটু বেশি বাড়বাড়ন্ত দেখা যায়। মাথার সাদা সাদা খুশকি থেকে শুরু হয় চুল পড়ে যাওয়ার সমস্যা। চুলে রুক্ষতাও বাড়ায় এই ড্যানড্রফ। শীত পড়ল বলে, তাই আগে-ভাগেই এই খুশকি থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায় জেনে নিন।
টি ট্রি তেল- এই টি ট্রি তেলে শক্তিশালী অ্যান্টি মাইক্রোবিয়াল এবং প্রদাহ বিরোধী উপাদান থাকে। মাত্র ৪ সপ্তাহের জন্য এই টি ট্রি তেল মাথায় মাখলে খুশকির সমস্যা আগের থেকে ৪১ শতাংশ ভালো হতে পারে, এমনটাই বলছে পরীক্ষা। নারকেল তেল- মোটামুটি সব বাড়িতেই খুঁজলেই নারকেল তেল পাওয়া যায়। এই নারকেল তেল ত্বককে আদ্রতা দেয়।ড্যানড্রফ থেকে মাথা চুলকোনোর সমস্যাও মিটতে পারে এই তেলে। পরীক্ষা বলছে, নারকেল তেল খুশকির সমস্যা ৬৮% কমাতে পারে। অ্যালোভেরা- অ্যালোভেরার উপকারের কথা প্রায় সকলেই জানেন। এই অ্যালোভেরা জেল খুশকির সমস্যাও নিয়ন্ত্রণ করতে পারে অনেকটা। অ্যালোভেরা জেলে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান। এই অ্যালোভেরার খোসা ছাড়িয়ে শুধুমাত্র জেলটুকু মাথায় মাখলে খুশকির সমস্যা অনেকটা কমবে। সপ্তাহে অন্তত তিন দিন এই অ্যালোভেরা মাথায় মাখলে ভালো ফল পাবেন।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023