
নিউজটাইম ওয়েবডেস্ক : নভেম্বর মাসের মাঝামাঝি থেকেই শুরু বিয়ের মরশুম।নয় নয় করে, অনেকগুলো বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়ে গিয়েছেন নিশ্চয়ই।কিন্তু শীতে রুক্ষ ত্বকে জেল্লা আনবেন কীকরে তা নিয়ে চিন্তায় আছেন? পার্লারে না গিয়েই, বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের জেল্লা ধরে রাখা যায়। সস্তায় পুষ্টিকর সেই উপায়গুলো জেনে নিন।
নারকেল তেল: নারকেল তেলে সামান্য কফি মিশিয়ে স্ক্রাবিং করে ফেলতে পারেন পুরো চেহারায়। স্নানের আগে এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে তিনবার এই মিশ্রণটি মুখে লাগান। নারকেল তেল আপনার ত্বককে আদ্র রাখতে সাহায্য করবে। কফি আপনার ত্বকের ট্যান দূর করবে। অ্যালোভেরা: বহু গুনের অধিকারী। ত্বকে জেল্লা বজায় রাখতেও অ্যালোভেরার গুনের কোনও শেষ নেই। স্নানের দশ মিনিট আগে মুখে অ্যালোভেরা জেল মাখুন। শুকিয়ে গেলে, কিছুক্ষণ পরে ধুয়ে নিন। সপ্তাহে প্রত্যেকদিন বা একদিন ছাড়া ছাড়া এই পদ্ধতি অবলম্বন করুন। জল: ত্বকের জেল্লা বাড়াতে হলে পুরো শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করুন। এই জল আপনার শরীরকে আদ্র রাখবে। ত্বকের জেল্লা বজায় রাখতে সাহায্য করবে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023