
নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বকাপের মঞ্চে নারী শক্তির জয়গান । কাতারের মাটিতে রক্ষণশীলতার প্রাচীর ভেঙে নতুন ইতিহাস ফিফার । জার্মানি- বনাম কোস্টারিকা, এমন একটা হাইভোল্টেজ ম্যাচ, যেখানে জার্মানির মরণ বাঁচন প্রশ্ন, সেই ম্যাচে তৈরি হল নতুন ইতিহাস।
পুরুষদের বিশ্বকাপ ফুটবলে প্রথম কোনও মহিলা রেফারি ম্যাচ পরিচালনা করলেন। ফ্রান্সের স্টিফানি ফ্র্যাপার্ট এই ম্যাচে রেফারির ভূমিকা পালন করলেন। ২২ জন ফুটবলারকে সামলালেন কড়া হাতে। শুধু তাই নয়, এই ম্যাচে তাঁকে মাঠে যাঁরা সাহায্য করলেন সেই সহকারি রেফারিরাও সকলেই মহিলা। নতুন ইতিহাস। এর আগে প্রথম মহিলা রেফারি হিসাবে চ্যাম্পিয়নস লিগ, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব ও লিগ ওয়ানে রেফারিং করিয়ে রেকর্ড করেছেন স্টিফানি। এবার প্রথম রেফারি হিসাবে নামলেন বিশ্বকাপের মূল পর্বে। সঙ্গীরাও সকলেই মহিলা, এটাও নতুন নজির। মৌলাবাদকে ভেঙে দেওয়ার জন্য ফুটবলকেই শিক্ষার ক্ষেত্র হিসাবে ব্যবহার করল ফিফা। বিশ্বকাপ শুধু কাপ জয়ের খেলা নয়, সংগ্রাম- স্বাধনীতা আর ইতিহাস গড়ার মঞ্চও।Latest posts by news_time (see all)
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023