গরুচুরির টাকায় সিনেমা বানায় দেব, বিস্ফোরক হিরণ

নিউজটাইম ওয়েবডেস্ক : টলিপাড়ায় দীর্ঘদিনের সহকর্মী।কাজ করেছেন একসাথে। কর্মক্ষেত্রের সেই সমীকরণ বর্তমানে বদলে গিয়েছে। টলিউডের জনপ্রিয় হিরো’রা বর্তমানে রাজনীতিতে সক্রিয়, তবে একে অপরের বিরোধী দলে।এমনকি দলের হয়ে সহকর্মীর বিরুদ্ধে সুর চড়াতেও পিছিয়ে আসেন না তাঁরা। কথা বলছি হিরণ এবং দেব’কে নিয়ে।

সম্প্রতি ঘাটালে এক কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন খড়গপুরের বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ঘাটালের সাংসদ দেব অধিকারীকে নিশানা করলেন তিনি। বললেন, দেব সাংসদ হিসেবে বেতন নেন, কাটমানি নেন। এমনকি গরুচুরির টাকায় তিনি সিনেমা বানান। সেই টাকা দিয়েই নাকি প্রেমিকাকে নিয়ে মালদ্বীপ ঘুরতে যান দেব। আর ঘাটালের মানুষ প্রত্যেক বছর বন্যার জলে সাঁতার কাটেন।

হিরণ আরও বলেন, ইডি দেব’কে চা-কোকাকোলা খাওয়ার জন্য ডেকেছিলেন।কলকাতায় চারটে ফ্ল্যাট আটখানা গাড়ি এবং সামনে পুলিশ পিছনে পুলিশ নিয়ে ঘুরে বেড়ান ঘাটালের সাংসদ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube