
নিউজটাইম ওয়েবডেস্ক : স্বপ্ন পূরণ বোধহয় একেই বলে। বাঁকুড়ার শালতোড়ার এক হতদরিদ্র ফেরিওয়ালার মেধাবী ছেলে ভর্তি হল আইআইটি খড়গপুরে। ‘চুরি,ফিতে,খেলনা ফেরী করা বাবার ছেলে আজ সর্বভারতীয় স্তরের একটি প্রতিষ্ঠানের অংশীদার। বাঁকুড়ার শালতোড়ার এক প্রত্যন্ত গ্রাম পাবড়া। সেখানেই বসবাস ছোটন কর্মকারের। ছোটনের বাবা কানাই কর্মকার ফেরিওয়ালা। তাঁদের বাড়ির সদস্য বলতে তার মা বাবা দাদা ও ছোটন। সংসারের হাল ধরতে বাবাকে মাঝেমধ্যে সাহায্য করত ছোটন। সর্বভারতীয় স্তরে এন্ট্রান্স পরীক্ষায় সে সাফল্য পায় এবার। পৌঁছয় আইআইটি খড়্গপুরে। পিঠে ভারি ব্যাগ,অগোছালো চুল,চোখেমুখে ভয়।
ছাপোষা পরিবারের সদস্য হওয়ায় গ্রামেরই সরকারি মাধ্যম স্কুল থেকে তার পড়াশুনো। পরবর্তী সময়ে বাঁকুড়ায় একটি বেসরকারী কোচিং সেন্টার থেকে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি। ছোটনের বাবা কানাই বাবু আইআইটি কি জিনিস তা না বুঝলেও ছেলের সাফল্যে সে বেজায় খুশি। মা কখনও ভাবতেই পারেননি ছেলে পৌঁছবে আই আই টি তে। এ গল্পে ছোটন যেন প্রান্তিক গ্রামের ‘হার মানা হারের’ এক অনন্য গল্প।।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023