
নিউজটাইম ওয়েবডেস্ক : দত্তক শব্দটি বর্তমানে মুখে মুখে ফেরে। মানুষ এই শব্দটির সাথে পরিচিত হয়েছে, তবে তেমন অভ্যস্ত হতে পারেননি।‘দত্তক’ নেওয়া সন্তানের কথা শুনলেই আড়ালে নিন্দার ঝড় বয়ে যায়। অথচ আপাত স্বচ্ছ প্রক্রিয়ায় কোনও দোষ নেই। বরং অনাথ সন্তানদের যদি সুন্দর একটা জীবন দেওয়া যায়, তবে এই পৃথিবী সুন্দর হবে ঠিক।
এই ‘দত্তক’ বিষয়টি নিয়ে প্রাথমিক স্তর থেকে ছেলে-মেয়েদের সাথে পরিচয় করানোর জন্য, ‘দত্তক’ সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার জন্য মাধ্যমিকের সিলেবাসে সংযোজিত হয়ে চলেছে ‘দত্তক’ বিষয়টি। রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের দাবি, প্রাথমিক স্তর থেকে শিশুরা দত্তক এর বিষয়ে সচেতন হলে, এই বিষয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি বদলাবে।তাই এই ‘দত্তক’ বিষয়টি মাধ্যমিক স্তরে পড়ানোর চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023