
নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা। কাতারের কাপযুদ্ধে নামছে জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম ব্যারিকেড জাপান। রাশিয়া বিশ্বকাপের দুঃস্বপ্ন ভুলে মরুঝড় তুলতে তৈরি হান্সি ফ্লিকের দল। টিমো ওয়ার্নার আর মার্কো রিউস আগেই ছিটকে গিয়েছিলেন। তার ওপর অনুশীলনে চোট পেয়েছেন লেরয় সানে।
জাপানের বিরুদ্ধে অনিশ্চিত। ম্যানুয়েল নুয়ার, জামাল মুসিয়ালা-কিমিচদের কোচ বেশ সতর্ক। গ্রুপে স্পেন-কোস্টারিকার মতো দল রয়েছে। পান থেকে চুন খসলে মুশকিল। জাপানের চোরা গতি থামাতে প্রেসিং ফুটবলে জোর দিতে চান ক্লিক। ৪-২-৩-১ ছকেই দল সাজাচ্ছেন ক্লিক। টমাস মুলার-নারি-মুসিয়ালাদের কোচ বুঝিয়ে দিতে চান দলটা অন্য ধাতুতে গড়া।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023