
নিউজটাইম ওয়েবডেস্ক : বিদায় জার্মানি। জিতেও হারলো জার্মানি। কোস্টারিকাকে ৪-২ গোলে হারিয়েও শেষরক্ষা হলো না। গোলপার্থক্যে ছিটকে গেল হান্সি ফ্লিকের দল। টানা দুবার। রাশিয়ার পর কাতার। গ্রুপ লিগ থেকেই ছিটকে গেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধেই দলকে এগিয়ে দিয়েছিলেন নাব্রি। কিন্তু দারুণভাবে ফিরে আসে কোস্টারিকা।
২-১ গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দল। বিপদ বুঝে অল আউটে চলে যান হান্সি ফ্লিক। হাভার্টজ জোড়া গোল করলেন। ফুলবার্গও গোল পেলেন। লাভের লাভ হলো না। ম্যাচ জিতেও অন্ধকার কাটল না। স্পেন আর জার্মানির পয়েন্ট হলো চার। কিন্তু কোস্টারিকাকে সাত গোলে হারানো স্পেন গোলপার্থক্যে অনেক এগিয়ে। সেটা টপকানো সম্ভব ছিল না এই জার্মানির।Latest posts by news_time (see all)
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023
- কলেজের তিনতলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী - February 8, 2023