নিউজটাইম ওয়েবডেস্ক :
ধনকুবের গৌতম
আদানিকে নিয়ে জোর চর্চা চলছে দেশে। কলেজ ড্রপ আউট থেকে দেশের অন্যতম ধনী ব্যক্তির তালিকায়
নাম করে নেওয়া আদানি এতদিন অনুপ্রেরণা ছিল। কিন্তু সম্প্রতি সেই উন্নয়নের মাটিতে চিড়
ধরেছে। ‘হিন্ডেনবার্গ রিসার্চ’ নামক আমেরিকার এক শেয়ার সংক্রান্ত সংস্থা একটি বিস্ফোরক
তথ্য প্রকাশ্যে এনেছে। আদানির বিরুদ্ধে অভিযোগ, অসাধু উপায়ে শেয়ারের দাম বাড়িয়েছে আদানি
গোষ্ঠী। এই খবর প্রকাশ্যে আসতেই দেশের ধনী ব্যক্তিদের তালিকায় ক্রমশ নিম্নমুখী হতে
শুরু করেছে আদানির অবস্থান। এমনকি আদানির সম্পত্তির হিসেবও একেবারে অর্ধেকে এসে ঠেকেছে।
এতদিনে ধনকুবের আদানির সঞ্চয়ে কী কী রয়েছে তা জানতে আগ্রহী অনেকে। রইল সেই খতিয়ান।
দিল্লিতে ৪০০ কোটির বাড়ি
২০২০ সালে গৌতম
আদানি দিল্লির লুটয়েন্স’এ একটি ৪০০ কোটি টাকার প্রাসাদপম বাড়ি কিনেছে। ৩.৪ একর জমিতে
অবস্থিত এই বিরাট অট্টালিকা। আদানি গ্রুপের কেনা অন্যতম বহুমূল্য সম্পত্তি এটি। এছাড়াও
দিল্লির গুরগাওতে আদানির বাংলো রয়েছে। আহমেদাবাদে আদানির একটি বাড়ি রয়েছে। এই বাড়িতেই
সপরিবারে সবচেয়ে বেশি সময় কাটান আদানি।
প্রাইভেট জেট এবং হেলিকপ্টার
আদানির সম্পত্তির
মধ্যে রয়েছে বিলাসবহুল ব্যক্তিগত জেট , গাড়ি এবং হেলিকপ্টার। ব্যবসায়ী আদানি বেশিরভাগ
সময় তাঁর প্রাইভেট জেতেই চলাফেরা করেন। মোট ১০০ জন যাত্রী চলাফেরা করতে পারে এই প্রাইভেট
জেটে। কিছু রিপোর্ট বলছে আদানির সবচেয়ে কমদামী প্রাইভেট জেটের দাম ১৫.২ কোটি টাকা।
বিলাসবহুল গাড়ি
গৌতম আদানির কাছে
রয়েছে ৩.৫ কোটি টাকার লাল ফেরারি গাড়ি। রয়েছে ৭টি বিলাসবহুল গাড়ি, প্রায় ১ থেকে তিন
কোটি টাকার। এছাড়াও আরও দুটি দামি গাড়ি রয়েছে আদানির কাছে।
জাহাজ
আদানি এন্টারপ্রাইজের
কাছে ১৭টি জাহাজ রয়েছে। জ্বালানি পরিবহন করা হয় এই জাহাজগুলিতে। ২০১৮ সালে আরও দুটি
জাহাজ কেনেন আদানি। তাঁর দুই ভাইজির নামে এই জাহাজ দুটির নামকরণ করেন, এম/ডাব্লু ভানসি
এবং এম/ডাব্লু রাহি।
এছাড়াও আদানির
কাছে রয়েছে , ভারতের সাতটি এয়ারপোর্ট। অস্ট্রেলিয়ায় রয়েছে কয়লার খনি। রয়েছে ১৩টি বন্দর।
রয়েছে ক্রিকেট ফ্রাঞ্চাইজি। প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ, রয়েছে সবুজ শক্তি সংরক্ষণ। ধনপতির
তালিকায় যতই নীচে নামুক না কেন আদানি, তাঁর এই সম্পদ নিয়ে মানুষের আগ্রহ ততই বাড়ছে
দিন দিন।