
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: আজ পুরনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ফিরে আসবে। কোনও কারণে বিষাদ তৈরি হবে মনে। অপ্রয়োজনীয় কাজে অর্থ খরচ করবেন না।
বৃষ: আজ কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত ক্ষেত্রে ভালো সময় কাটবে। উপার্জনের নতুন উৎস পাবেন। চাকরিতে পদন্নতি হতে পারে। মিথুন: আজ কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। আজ বড়দের আশীর্বাদ নিয়ে কোনও নতুন কাজ শুরু করতে পারেন। আজ অন্য কোনও মানুষের সঙ্গে সমঝোতা করতে গিয়ে ঝামেলায় পড়তে হবে। কর্কট: আজ কর্মক্ষেত্রে নিজের কাজকর্ম নিয়ে খুশি থাকবেন। কোনও ধর্মীয় স্থান দর্শনে যেতে পারেন। এই ভ্রমণ আপনাকে প্রশান্তি দেবে। সিংহ: আজ আপনার নিজেকে কিছুটা নিস্তেজ লাগতে পারে। আজ টাকা বাঁচাতে কোনও পুরনো পরিকল্পনা বাতিল করতে পারেন। কোনও ঝুকিপূর্ণ জায়গায় ভ্রমণ এড়িয়ে চলুন। কন্যা: আজ আপনার সারাদিন ভালো কাটবে। কোনও প্রভাবশালী মানুষের সঙ্গে দেখা হতে পারে। আজ চাকরিতে ভালো ফল করবেন। তুলা: আজ আপনি নিজেকে ভালো করে বুঝতে চাইবেন।নিজের প্রতি আপনার আত্মবিশ্বাস বাড়বে। প্রতিপক্ষ আপনার নিয়ন্ত্রণে থাকবে। বৃশ্চিক: আজ মিশ্র পরিস্থিতি থাকবে। অন্যদের থেকে খুব বেশি প্রত্যাশা রাখবেন না। আত্মবিশ্বাস বাড়ান আজ। ধনু: আজ পজেটিভ দিন কাটবে। আজ কর্মসংক্রান্ত ছোট কোনও ট্রিপ করতে পারেন। আজ আত্মবিশ্বাস বাড়বে আপনার। মকর: আজ কোনও গুরুত্বপূর্ন কাজ করার আগে গুরুজনদের মতামত নিন। আজ সময়ের আগে নিজের কাজ শেষ করবেন। কুম্ভ: আজ আপনার রাশিতে চন্দ্রের আশীর্বাদ থাকবে। আজ প্রাত্যহিক কাজে খুব বেশি পরিশ্রম করতে হবে না। মীন: মা-বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। ভাই-বোনেদের থেকে সুখবর পাবেন। আজ শান্ত থাকুন যেকোনও পরিস্থিতিতে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023