
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: ব্যবসায় নতুন কোনও সুযোগ অপেক্ষা করছে। লম্বা কোনও সফরে যেতে পারেন।
বৃষ: কাউকে ধারে দেওয়া অর্থ সময়ের আগে ফেরত পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে আজ। মিথুন: অর্থনৈতিক চিন্তা দূর হবে আজ। নিয়ন্ত্রণের মাধ্যমে আজ সুস্বাস্থ্য পাবে। কর্কট: আজ অর্থ সঞ্চয়ের দিকে মন থাকবে। পরিশ্রমের ফল পাবেন আজ। সিংহ: আজ ব্যবসায় ভালো লেনদেন হতে পারে। কাউকে পছন্দ হলে, ভালোলাগা জানানোর আজ শ্রেষ্ঠ দিন। কন্যা: আজ কোথাও ঘুরতে যাওয়া খরচবহুল হবে। সঙ্গীর সাথে অর্থ নিয়ে ঝামেলা হতে পারে। তুলা: আজ ভাগ্য আপনার সঙ্গে থাকবে। উচ্চশিক্ষায় বিদেশ যোগ আছে। বৃশ্চিক: আজ মানসিক স্বাস্থ্যের জন্য সময় দিন। সম্পর্কে সৎ থাকুন। ধনু: আজ কোনও ভালো খবর আপনাকে আনন্দ দেবে। রাস্তায় সাবধানে চলাফেরা করুন। মকর: বাজেটের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করুন। অপ্রত্যাশিত অর্থ লাভ হবে। কুম্ভ: কোথাও নিয়োগ করা অর্থ থেকে মনের মত লাভ হবে না। ছাত্র-ছাত্রীরা কোনও কম্পিটিশনে ভালো ফল করবেন। মীন: আজ আপনার পরিশ্রমের জন্য প্রশংসা পাবেন। সম্পত্তি সংক্রান্ত ঝামেলা মিটে যাবে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023