
নিউজটাইম ওয়েবডেস্ক : শীত-শীত-শীত, শীতের হাওয়ার নাচনের অপক্ষায় বঙ্গবাসী। কিন্তু এখনও জাঁকিয়ে শীত ছুঁতে পারেনি বঙ্গবাসীকে।আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল ছিল মরশুমের শীতলতম দিন। তাপমাত্রা নেমেছিল ১৬ ডিগ্রিতে। কিন্তু আজ আবার সর্বনিম্ন তাপমাত্রা গতকালের থেকে বাড়ল এক ডিগ্রি। জাঁকিয়ে শীত অধরাই রইল বঙ্গে।আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শীত কবে বঙ্গবাসীকে ছুঁতে পারে, এখন সেই সময়েরই অপেক্ষা।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023