
নিউজটাইম ওয়েবডেস্ক : ফরাসি ঝড়ে তছনছ অস্ট্রেলিয়া। ৪-১ গোলে ম্যাচ জিতে ফের বিশ্বজয়ের সম্ভাবনা জানিয়ে তুলল দিদিয়ের দেঁশর দল। বিশ্বকাপে নামার আগে লম্বা চোটের তালিকা শিরোনামে রেখেছিল ফ্রান্সকে। তৈরি হয়েছিল জল্পনা। কিন্তু সমস্ত জল্পনাকে বাপি বাড়ি যা করে উড়িয়ে দিলেন এমবাপে, জিরুদ, প্রিয়েজম্যানরা। যদিও শুরুতেই গোল হজম করে ফরাসি সমর্থকদের চিন্তায় ফেলে দিয়েছিল হুগো লরিসা।
তবে খেলা দেখে মনেই হয়নি যে পোগবা, বেনজামার অভাব বোধ করেছে দল। প্রথমার্ধের শেষেই ২-১ গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। গোল পেলেন রাবিও ও জিরুদ। দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ বাড়িয়ে আরও দুটি গোল। ফের জিরুদ ও একটি এমবাপে। পিএসজি স্ট্রাইকারের ঝুলিতে গোল সংখ্যা বাড়তেই পারল। তবে গোল আর গোল না পেলেও ডান প্রান্তে তার গতি বুঝিয়ে দিল কাতার বিশ্বকাপের মহাতারকা হওয়ার সমস্ত মশলাই রয়েছে তার অস্তিনে। সঙ্গে গ্রিজম্যান। তার একটা শট গোল লাইন সেভ হল বটে। তবে গোল ম্যাচ সারা মাঠ জুড়ে খেলে দলকে পরিচালনা করলেন তিনি। রক্ষণে ভরসা দিলেন কোত্তে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023