পোলিশ রক্ষণ বনাম ফরাসি আক্রমণ

নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার শেষ ষোলোর ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ভারতীয় সময় রাত সাড়ে আটটায় পোল্যান্ডের মুখোমুখি হবে তারা। প্রথম দল হিসাবে নক আউটে কোয়ালিফাই করেছে দিদিয়ের দেশঁর দল। আরও একবার ট্রফি জয়ের দৌড় ১৯৯৮ ও ২০১৮-র চ্যাম্পিয়নদের। গ্রুপের শেষ ম্যাচে প্রথম দলের বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়ে হারতে হয়েছে।

রবিবার অবশ্য সবাই ফিরছেন প্রথম দলে। এমবাপে, প্রিয়াজম্যান, জিরুরা শুরুতেই গোল তুলে নিতে চাইছেন। তবে কাজটা সহজ হবে না, কারণ এই বিশ্বকাপে এখনও পর্যন্ত সেরা ডিফেন্স করেছে পোল্যান্ড। সেই রক্ষণ ভেঙে গোল করতে হলে এমবাপেকে বাড়তি দায়িত্ব নিতে হবে। পাশাপাশি পোল্যান্ড দলে এমন একজন ফুটবলার আছেন, যিনি যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। তাই লেওয়ানোডস্কিকে নিয়ে সতর্ক থাকতেই হবে ফ্রান্সকে। পোলিশ অধিনায়কও রয়েছেন এমন একটা বড় ম্যাচের অপেক্ষায়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube