
নিউজটাইম ওয়েবডেস্ক : এমন একটা মহাযুদ্ধের আগে ফ্রান্সের মহাতারকা এমবাপেকে নিয়ে হঠাৎই একটা আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল। কিন্তু সব সংশয়ের অবসান। বুধবার থেকে তিনি অনুশীলনে ফিরেছেন। সম্পূর্ণ চোটমুক্ত। দেশঁর তুরুপের তাস নামছেন ইংল্যান্ড বধের লক্ষ্যে। ফ্রান্সের প্রথম একাদশে কোনও পরিবর্তন হচ্ছে না।
অন্যদিকে ইংল্যান্ড শিবিরে আলোচনা রহিম স্টার্লিংকে নিয়ে। তিনি দেশে ফিরে গিয়েছিলেন, কিন্তু শুক্রবারই তাঁর ফিরে আসার কথা। চাইলে তাঁকে খেলাতে পারেন সাউথগেট। ডেকলান রাইসকে নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বুধবার তিনি ট্রেনিং করেননি, তবে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে তাঁকে সম্ভবত পাওয়া যাবে। ৪-৩-৩ ছকে দল সাজিয়েই বিশ্বচ্যাম্পিয়নদের আটকানোর ছক কষছেন সাউথগেট। এখনও পর্যন্ত মোট ৩১ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ১৭টি ম্যাচই জিতেছে ইংল্যান্ড। ফ্রান্স জিতেছে ৯টি ম্যাচে। ৫টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। বিশ্বকাপে আবার ইংল্যান্ডকে একবারও হারাতে পারেনি ফ্রান্স। বিশ্বকাপের আসরে এর আগে দু’বার মুখোমুখি হয়েছে দুই দল। দুটি ম্যাচই জিতেছে ইংল্যান্ড।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023