হাঙর ধরল মৎস্যজীবীরা, ভয়ানক পরিণতি

নিউজটাইম ওয়েবডেস্ক : বেআইনী ভাবে নদী ও সমুদ্র থেকে হাঙর ধরার অভিযোগে চার মৎস্যজীবীকে গ্রেফতার করল বনদপ্তর। সোমবার দক্ষিণ ২৪ পরগনা বনদপ্তরের বকখালি রেঞ্জের অফিসাররা তল্লাশি চালাতে গিয়ে একটি মাছধরা ট্রলার থেকে হাঙরগুলির সন্ধান পায়। মোট ৬৮টি হাঙর ছানা উদ্ধার হয়েছে। ঘটনায় ধৃতেরা হল ভক্ত দেওয়ান, প্রণব দাস, মদন মাইতি ও নবকুমার ভুঁইয়া। প্রত্যেকেই স্থানীয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বিজয়বাটি ও দক্ষিণ শিবপুরের বাসিন্দা।

 ধৃতদের সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের বিরুদ্ধে বণ্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে হাঙরকে লুপ্তপ্রায় হিসেবে ঘোষণা করা হয়েছে। হাঙর ধরা ও বিক্রি সম্পূর্ণরুপে নিষিদ্ধ। কিন্তু সুন্দরবনেজুড়ে এক শ্রেণির মৎস্যজীবী নদী ও সমুদ্র থেকে হাঙর ধরে বিক্রি করছিল বলে বারেবারে অভিযোগ উঠেছিল। গোপন সূত্রে সেই খবর পেয়েই মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে এঁদেরকে গ্রেফতার করে বন দফতর।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube