
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রথম মহিলা উপরাষ্ট্রপতি হিসাবে ইতিহাস গড়েছেন কমলা হ্যারিস। এবার তার স্বামীর জন্য একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করল টুইটার। হ্যারিসের স্বামী ডগলাস এমহফের জন্য তৈরি করা এই টুইটার হ্যান্ডেলটির নাম দেওয়া হয়েছে ‘সেকেন্ডজেন্টলম্যান’।
এর আগে ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা রাষ্ট্রপতি থাকাকালীন ‘সেকেন্ডলেডি’ নামের টুইটার হ্যান্ডেলটি ব্যাবহার করতেন যথাক্রমে কারেন পেন্স (উপরাষ্ট্রপতি মাইক পেন্সের পত্নী) ও জিল বাইডেন ( উপরাষ্ট্রপতি জো বাইডেনের পত্নী)। আগামী রবিবার থেকে এই ‘সেকেন্ডলেডি’ টুইটার হ্যান্ডেলটি বদলে যাবে ‘সেকেন্ডজেন্টলম্যান’ অ্যাকাউন্টে। পাশাপাশি ট্রাম্প আমলের হোয়াইট হাউসের সমস্ত টুইটার হ্যান্ডেলই হস্তান্তরিত হবে বাইডেন প্রশাসনের হাতে। টুইটার এক ব্লগ পোস্টে জানিয়েছে, ২০১৭ সালের মতো টুইটার মার্কিন প্রশাসনের মাধ্যমে টুইটার অ্যাকাউন্টগুলির সংরক্ষণাগার এবং স্থানান্তর এর জন্য সক্রিয়ভাবে কাজ করছে। জানিয়ে রাখি, ‘সেকেন্ডলেডি’ ছাড়াও অন্যান্য প্রাতিষ্ঠানিক হোয়াইট হাউস টুইটার অ্যাকাউন্ট হোয়াইট হাউস, রাষ্ট্রপতি , ভাইস প্রেসিডেন্ট , ফার্স্ট লেডি এবং হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ও হস্তান্তর হবে।