
নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বে প্রথম করোনা টিকাকরণে ছাড়পত্র পেল ব্রিটেন। ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ এর টিকা ব্যবহারে অনুমতি দিয়েছে ব্রিটেন প্রশাসন। আগামী সপ্তাহেই মিলবে এই টিকা, জানাচ্ছে ব্রিটিশ প্রশাসন।
স্বশাসিত মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির তরফ থেকে ফাইজার টিকা ব্যবহারের যে আর্জি জানানো হয়েছিলো, তাতেই শীলমোহর দিল ব্রিটিশ সরকার। এমনকি এই টিকা বাজারে পাওয়া যাবে আগামী সপ্তাহ থেকেই। ফাইজার কোম্পানির সিইও অ্যালবার্ট বৌরলা বলেন, বিজ্ঞানের জয় হল। একত্রে কাজ করা সফল হয়েছে। এমএইচআরকে আমাদের আর্জি মানবিক ভাবে পর্যালোচনা করার জন্য ধন্যবাদ। ব্রিটেনের মানুষকে রক্ষা করায় গুরুত্বপূর্ণ ভুমিকা নিল। তিনি আরও জানান, গোটা বিশ্ব জুড়ে এই টিকা সরবরাহের লক্ষ্যে তারা এগোচ্ছেন। তবে বিশ্বব্যাপি এই টিকা সরবরাহের জন্য আরও অনুমোদনের প্রয়োজন। ফাইজার ও তার সহযোগী জার্মান কোম্পানি বায়োএনটেক এই বছর প্রথম ৫ কোটি ও আগামী বছর এই টিকার ১৩০ কোটি ডোজ তৈরি করতে পারবে বলে আগেই জানিয়েছিল। আগেই ঐ সংস্থা আপতকালীন ব্যবহারের জন্য মার্কিন যুক্ত রাষ্ট্রের জন্য আবেদন করে রেখেছিল যা স্বিকৃতি পেয়েছে। ফাইজারের প্রথম টিকা পাবে মার্কিন যুক্ত রাষ্ট্র। ইতিমধ্যেই প্রায় ১০ কোটি টিকার বরাত ফাইজারকে দিয়ে রেখেছে মার্কি যুক্ত রাষ্ট্র। এর পরেই তালিকায় আছে কানাডা, জাপান ও ব্রিটেন। ফলে এই টিকার প্রথম বেশ কিছু বারের টিকা পাবেনা ভারত।