
নিউজটাইম ওয়েবডেস্ক : বেশ কিছুদিন ধরে সংক্রমণ বন্ধ হয়েছে করোনা ভাইরাসের।মহামারী থেকে নিষ্কৃতির বার্তা ঘোষণা করল চিন। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং ঘোষণা করেছেন সেদেশে সংক্রমণ বন্ধ হয়েছে করোনা ভাইরাসের। আর নতুন করে কোনও সংক্রমণ ছড়াচ্ছে না। চিনের এই ঘোষণায় আশার আলো দেখতে শুরু করেছে গোটা বিশ্ব।
অর্থাৎ আপাতত এই ভাইরাসের মারণ কামড় থেকে মুক্তি পেয়েছে দেশ। শীঘ্রই করোনা ভাইরাসের আঁতুড়ঘর উহান থেকে লকডাউন উঠিয়ে দেওয়া হবে। আগেই জানিয়েছিল চিন। এই ঘোষণায় কিছুটা স্বস্তির নি:শ্বাস ফোলছে বিশ্ব। চিনে নতুন করে করোনা ভাইরাস ফিরে আসছে বলে খবরে উদ্বেগ বাড়ে গোটা বিশ্বের। মঙ্গলবার সেই উদ্বেগ দূর করা হল। আপাতত করোনা নিয়ে আর উদ্বেগের কারণ নেই। মহামারী আর ছড়াবে না বলে জানিয়েছে জিনপিং প্রশাসন। এই ঘোষণা কার্যত যুদ্ধজয়ের সমান বলে মনে করছেন সকলে। চিনের গণ্ডি পেরিয়ে করোনা এখন গোটা বিশ্বে। ইতালির অবস্থা সবচেয়ে কঠিন। আমেরিকায় সংক্রমণ রুখতে আরও ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। করোনা প্রভাব ভারতবর্ষে ও। চলছে দেশজুড়ে ২১ দিনের লকডাউন।