
নিউজটাইম ওয়েবডেস্ক : সারা পৃথিবী যখন করোনা জ্বরে কাঁপছে, তখন বেশ খানিকটা স্বস্তির খবর দিলেন নোবেল লরিয়েট মাইকেল লেভিট। স্ট্যানফোর্ডের এই বায়োফিজিসিস্ট বলেন, কোভিড ১৯ ভাইরাস তার সবথেকে খারপ মূর্তী ধারণ করে ফেলেছে, এরপর পরিস্থিতি শুধুমাত্র ভালোই হবে। এই কথা তিনি একটি মার্কিন পত্রিকার সাক্ষাৎকারে বলেন। তাঁর এই বক্তব্যে এবার সকলে নড়েচড়ে বসেছে, কারণ এর আগে করোনা ভাইরাস সম্পর্কিত তাঁর সমস্ত কথাই অক্ষরে অক্ষরে মিলে গেছে বলে জানা যাচ্ছে।
যদিও চিনের বিজ্ঞানীরা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্ৰণ করতে বেশ লম্বা সময় লাগবে। এবং নিয়ন্ত্রণ ক্ষমতা চিকিৎসার হাতে আসার আগে বিশ্ব জুড়ে আক্রান্ত হবে বহু মানুষ। করোনার আঁতুড় ঘর হুবেই প্রদেশ লকডাউন থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে। এর আগে মাইকেল লেভিট বলেন প্রায় ৮০ হাজার মানুষ করোনা আক্রান্ত হবেন চিনে এবং মৃত্যু হবে প্রায় ৩২৫০। এখনও পর্যন্ত চিনে করোনায় আক্রান্ত সংখ্যা ৮১,১৭১, এবং মৃতের সংখ্যা ৩২৭৭।