
নিউজটাইম ওয়েবডেস্ক : ব্রিটিশ প্রধান মন্ত্রী বরিস জনসন করোনা আক্রান্ত, জানালেন তিনি স্বয়ং ট্যুইটারে। শুক্রবার তিনি একটি ভিডিওতে জানান, কয়েকদিন ধরে তাঁর কিছু উপসর্গ দেখা যাচ্ছিল, চিকিৎসকের পরামর্শে আমি করোনার পরীক্ষা করাই এবং এই পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাই আমি বর্তমানে বাড়ি থেকে কাজ করছি ও একেবারে সেল্ফ আইসোলেশনে আছি। এটাই একমাত্র রাস্তা করোনা মোকাবিলার।
তিনি এও জানান, দেশের করোনা মোকাবিলার শীর্ষ দলের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছেন। এবং সকলকে বাড়িতে থাকার আর্জি জানান তিনি। বলেন, এই মহামারীর মোকাবিলায় কী কী পদক্ষেপ নিতে হবে তা আমরা জানি। এখন বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই বিধি নিষেধ মেনে চললেই আমরা এই মহামারী থেকে বেরিয়ে আসতে পারবো।