
নিউজটাইম ওয়েবডেস্ক : এবার করোনার গ্রাসে ব্রিটেনের রাজ পরিবার, করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস। তাঁর স্ত্রা ক্যামিলিয়াকে রাখা হয়েছে আইসোলেশনে, তবে তাঁর করোনার পরীক্ষা নেগেটিভ এসেছে বলেই জানা যাচ্ছে। আগেই লন্ডন থেকে স্থানান্তরীত করা হয়েছে। ব্রিটেনে ইত্মধ্যেই আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে, মৃত ৪২২। রাজপরিবারের মুখপাত্র এদিন বলেন, প্রিন্স চার্লসের শরীরে করোনার কিছু লক্ষণ দেখা গেলেও তিনি সামগ্রিক ভাবে সুস্থই আছেন।
ক্ল্যারেন্স হউসের তরফ তেকে জানানো হয় আপাতত বালমরালে কোয়ারান্টাইনে আছেন প্রিন্স চার্লস ও ক্যামিলিয়আ। গত বেশ কয়েকদিন সেখান থেকেই তাঁর সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন।