
নিউজটাইম ওয়েবডেস্ক :
করোনা ভাইরাসের গ্রাসে গোটা বিশ্ব একঘরে । এই পরিস্থিতিতে ভারতীয় সময় সোমবার গভীর রাতে রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস এক উল্লেখযোগ্য আবেদন করলেন। তিনি জানান, এই কঠিন সময়ে কনফ্লিক্ট জোনে যে সব সাধারণ মানুষ বাস করেন তাঁদের করোনা প্যানডেমিকের গ্রাস থেকে বাঁচাতে হবে দ্রুত। সারা বিশ্বজুড়ে অবিলম্বে গ্লোবাল সিসফিয়ার শুরু করার আর্জি জানান তিনি ।অর্থাৎ বিশ্বব্যাপী সংঘর্ষবিরতি। নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে সাংবাদিক বৈঠকে আন্তোনিও গুতেরেস বলেন, ভাইরাসের এই ভয়াবহ রূপ যুদ্ধের বোকামিকে যেন আরও একবার স্পষ্ট করে তোলে। তাই এই কঠিন সময়ে দাঁড়িয়ে আজ তিনি বিশ্বের সব প্রান্তে অবিলম্বে আন্তর্জাতিক সংঘর্ষবিরতির ঘোষণা করছেন। এখন সময় একজোট হয়ে জীবনের এই কঠিন লড়াই লড়ার। বন্দুকবাজি, গোলাবর্ষন এবং এয়ারস্ট্রাইক অবিলম্বে বন্ধ হোক। যুদ্ধকে বিদায় জানিয়ে এই মুহূর্তে সেই মারণ রোগের বিরুদ্ধে লড়াই শুরু করাই বুদ্ধিমানের কাজস কারণ এটি সারা বিশ্বকে ঝাঁঝরা করে দিচ্ছে।