
নিউজটাইম ওয়েবডেস্ক : জার্মান চ্যন্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সেল্ফ কোয়ারেন্টীইনের সিদ্ধান্ত নিলেন। রবিবার তিনি, সেল্ফ কোয়ারেন্টাইনের কথা ঘোষণা করেন, এবং এর সাথে জানান তিনি সম্প্রতি এক চিকিৎসকের সংস্পর্শে আসেন যাকে পরে কোভিড ১৯ এ আক্রান্ত বলে চিহ্নিত করা হয়। জার্মান সরকারের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, রবিবারের সাংবাদিক বৈঠক শেষ হওয়ার পর তাঁকে জানানো হয় যে চিকিৎসক তাঁকে প্রতিশেধক দেন সেই চিকিৎকই কোভিড ১৯ এ আক্রান্ত, ফলে তিনি তৎপরতার সাথে হোম আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবং জানান তাঁর ক্রমাগত পরীক্ষা চলবে এই কদিন।
বর্তমানে জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩,৯৭৪। এবং মৃতের সংখ্যা ৯২। পূর্বেই জার্মান সরকার সাধারণের বইরে বেরেনো নিয়ে নানানরকম বিধি নিষেধ জারি করেছেন। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পৃথিবী জুড়ে আক্রেন্তের সংখ্যা ৩ লক্ষ ১৮ হাজার। এবং মৃতের সংখ্যা প্রায় ১৩ হাজার ৭০০।