
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার আতঙ্কে ভুগছে দেশবাসী। এই অবস্থায় ৩১ মার্চ পর্যন্ত ঢাকাসহ বিশ্বের ৫৫টি গন্তব্যের সঙ্গে আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল সংযুক্ত আরব আমিরশাহী। শুধু তাই নয় করোনা সংক্রমণ রুখতে দুবাই ও আবুধাবির সঙ্গে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই দুটি রুটে প্রতি সপ্তাহে বিমান চলাচল হত মোট ১৮ টি করে।
মানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেনের কথায়, করোনা আতঙ্কের জেরে সংযুক্ত আরব আমিরশাহী ঢাকার সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে কারনেই বৃহস্পতিবার থেকে ৩১ মার্চ পর্যন্ত দুবাই ও আবুধাবিতে বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আরব আমিরাতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৫৩। যাদের মধ্য়ে ৩৮ জন সুস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখানে মৃত্যু হয়েছে ২জনের।