হলিউডে আরও এক করোনা আক্রান্ত, এবার ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা
1 year ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক : টম হ্যাঙ্কস ও রিটা উইলসনের পর হলিউডে এবার আক্রান্ত ব্রিটিশ তারকা ইদ্রিস এলবা। তাছাড়া ইউক্রেনিয়ান অভিনেতা ওলগা কুরিলেঙ্কোও করোনা ভআইরাসে আক্রান্ত। যাঁর ২০০৮ এর বন্ড মুভি কোয়ান্টাম অফ সোলেসের অসাধারণ অভিনয়ে সবার মন কেড়েছিলেন। অ্যাভেঞ্জারস সিনেমা খ্যাত ইদ্রিস সোমবার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানান তিনি করোনা ভাইরাসে আক্রান্ত, তবে তাঁর অবস্থা স্থিতিশীল।
সোমবার তারকার ট্যুইটার অ্যাকাউন্টে জানান তাঁর কোনোরকম উপসর্গ না থাকলেও, টেস্টের রেজালট পজিটিভ হওয়ায় তিনিন গৃহবন্দি থাকছেন। তিনি কোথায় আছেন সেই স্থানটির ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি। তার সাথে সাথে নিজের ভক্তদের প্রতি সাবধানবাণীও দিয়েছেন তিনি। আতঙ্ক না ছড়িয়ে সাবধান থাকার পরামর্শ দিলেন তিনি।
ট্যুইটে তিনি জানান, যে মুহুর্তে জানতে পারেন যে, তিনি একজন কোভিড-১৯ আক্রান্তের সংস্পর্শ্বে এসেছ্ন সেই মুহুর্তেই এই হলিউড তারকা করোনার পরীক্ষা করান, এবং তাতে পজিটিভ ফল আসে। যদিও সেই সংক্রমন কার থেকে হয়েছে সে বিষয়ে কিছু কথা বলেননি রাজ্য প্রশাসন।
ইদ্রিস ছাড়াও গেম অফ থ্রোনস এর অভিনেতা ক্রিস্টোফার হিফজু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আপাতত নরওয়েতে তাঁর পরিবার সহ সেল্ফ কোয়ারেন্টাইনে আছেন।