
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রতিদিনই আ্ক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এবার করোনাভাইরাসে আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী। বৃহস্পতিবার রাতে কানাডার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয় এই সংবাদ। বলা হয়, সোফি গ্রেগয়ার ট্রুডোর আজ কোভিড-১৯ টেস্ট করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ এসেছে।
বিবৃতিতে আরও জানানো হয়, তাঁর উপসর্গ কিছুটা হালকা হলে ও ডাক্তারদের পরামর্শ মতো তিনি এখন কিছুদিনের জন্য আইসোলেশনে থাকবেন। তবে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রীর ও পরীক্ষা করা হয়েছে । এবং জানানো হয় প্রধানমন্ত্রীর শরীর ঠিক আছে। তাঁর শরীরে করোনাভাইরাসের কোনও উপসর্গ নেই। আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে ডাক্তারদের পরামর্শ মতো ১৪ দিন তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর সব দায়িত্ব ও কর্তব্য পালন করবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে। গত বুধবার লন্ডনের এক অনুষ্ঠানে যান সোফি গ্রেগরি-ট্রুডো। নিজ দেশে ফেরার পরে ওইদিন রাতে জ্বর-সহ ফ্লুতে আক্রান্ত হওয়ার বেশ কিছু লক্ষণ তাঁর মধ্যে দেখা যায়। এরপর তাঁর রক্তপরীক্ষা করা হয় এবং তাতে করোনাভাইরাসের নমুনা মেলে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই করোনা আতঙ্কে কাঁপছে গোটা কানাডা। আপাতত প্রধানমন্ত্রীর আগামী দু’দিনের পূর্ব নির্ধারিত কাজকর্ম স্থগিত রাখা হয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রীতা উইলসনের শরীরে মারণ ভাইরাসের অস্তিত্ব মিলেছে।