
নিউজটাইম ওয়েবডেস্ক : সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন বছর ১০০’র এক চিনা ব্যক্তি। হাসপাতালে গত কয়েকমাস ধরে তাঁর চিকিৎসা চলার পর অবশেষে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শতাব্দি প্রাচীন ওই ব্যক্তি। সরকারি গণমাধ্যম সুত্রে জানানো হয়েছে, ওই ব্যক্তিই প্রথম বয়স্কতম রোগী, যিনি মারণরোগ করোনা ভাইরাসের সাথে লড়াই করে জয় লাভ করলেন।
সেদেশের এক সংবাদ সংস্থার তরফে জানানো গিয়েছে, শনিবার উহানের একটি হাসপাতাল থেকে করোনা মুক্ত ওই বৃদ্ধকে ছাড়া হয়েছে। চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ওই ব্যক্তিকে হুবাইয়ের প্রসূতি ও শিশু স্বাস্থ্যসেবা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনার উপসর্গ হিসাবে জ্বর ও সর্দি-কাশির পাশাপাশি উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যা ছিল তাঁর। হাসপাতালে থাকাকালীন ১৩ দিন ধরে থেরাপি চলে ওই বৃদ্ধর। অবশেষে করোনা মোকাবিলা করে নব জীবন পেলেন তিনি চিনে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৮০,০০০ এরও বেশি। যার মধ্যে মৃত্যু হয়েছে মোট ৩,০০০ মানুষের। যাদের মধ্যে বেশিরভাগই হুবেই প্রদেশের।