
নিউজটাইম ওয়েবডেস্ক : ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে থাবা বসিয়েছে করোনা ভাইরাস, চীনের পর সংযুক্ত আরব আমিরশাহী প্রথম দেশ যারা করোনা সংক্রমনের কথা ঘোষনা করে। ইতিমধ্যেই আমিরশাহীতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫। শনিবার দিনই আমিরশাহির স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে ঘোষনা করা হয় ১৫ টি নতুন সংক্রমনের কথা।
এর সাথেই তারা এও জানায়, দুজন করোনা আক্রান্ত, যাদের বয়েস যথাক্রমে ৩৮ বছর ও ১০ বছর তারা দুজনেই সুস্থ এবং করোনা মুক্ত। এদের নিয়ে করোনা মুক্তের সংখ্যা শুধুমাত্র আরব দেশে ৭জন। নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে ২ জন আরবের বাসিন্দা, ২ জন ইথিওপিয়ান, ২ জন ইরানী, থাইল্যান্ড-চীন-ইজিপ্ট এবং ভারত এর এক একজন। এরা সকলেই প্রয়োজনীয় চিকিৎসা ও দেখভাল পাচ্ছেন এবং খানিকটা স্থিতিশীল আছেন বলে জানায় আমিরশাহীর স্বাস্থ্য মন্ত্রক। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে এখনও সাইপ্রাস, সিরিয়া, টার্কি ও ইয়েমেন করোনা সংক্রমন থেকে মুক্ত। আক্রান্ত দেশ গুলির মধ্যে ইরাণে আক্রানেতের সংখ্যা সবথেকে বেশি, তারপরেই আছে বাহরিন ও কুয়েত। এই দুই দেশেই কর্মসুত্রে থাকা ভারতীয়ের সংখ্যা সবথেকে বেশি। ইরাণে করোনার ভয়াবহতার জন্য, করোনা আক্রান্ত দেশগুলি থেকে পর্যটকদের আগমন একেবারে নিষিদ্ধ করে দিয়েছে। এর ফলে উমরাহ-র জন্যও যেতে পারছেন না তীর্থযাত্রীরা।