
নিউজটাইম ওয়েবডেস্ক : বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এবার করোনা সংক্রমণের হদিশ মিলল ভুটানে। সে দেশে যাওয়া এক ভারতীয় করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। একইসাথে দুই জার্মান পর্যটক সহ মোট ছ’জনকে করোনা আক্রান্তের সন্দেহে থিম্পু হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এহেন পরিস্থিতে আগামী ২ সপ্তাহের জন্য ভুটানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষনা করল ভুটান সরকার।
এখনও পর্যন্ত গোটা বিশ্বে প্রায় সাড়ে তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এই মারণরোগের জেরে। আক্রান্ত হয়েছেন প্রায় ৯০ হাজার মানুষ। করোনা সংক্রমণের পায়ে বেড়ি পরাতেই বিভিন্ন দেশে পর্যটনের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলিতে আগেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এবার সেই দলেই নাম লেখাল ভুটান। সুত্র্রের খবর, ৭৬ বছরের এক ব্যক্তি গত ২ মার্চ ভুটানে যান। সর্দি-কাশি ও জ্বরে পড়ে তিনি ৫ মার্চ থিম্পু হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান। তখনই পরীক্ষা করে দেখা যায়, তাঁর শরীরে সিওভিডি-১৯ পজিটিভ। হাসপাতাল সূত্রে জানিয়েছে, কোয়ারেন্টাইন করে দু’সপ্তাহের জন্য ওই রোগীকে রাখা হয়েছে।