
নিউজটাইম ওয়েবডেস্ক : শেষ পর্যন্ত করোনার থাবা থেকে রেহাই মিলল না আমেরিকার। করোনায় আক্রান্ত হয়ে শনিবার ওয়াশিংটন রাজ্যে প্রান হারালেন মার্কিন যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।
এই ঘটনার পর এক বিবৃতি দিয়ে ওয়াশিংটনের গভর্নর জে ইনস্লি জানান, করোনায় আক্রান্ত হয়ে নাগরিকের প্রাণহানীর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর পরেই তিনি নাগরিকদের যথাযোগ্য নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। করোনার আতুড়ঘর চিন হলেও, তার বাইরেও এখন ছড়িয়েছে করোনার সংক্রমন। এই ভাইরাসে এখনও পর্যন্ত আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ জন। তবে আক্রান্তের সংখ্যা ৬৭ জন। গোটাবিশ্বে এই রোগে আক্রান্তের হয়েছেযন মোট ৮৫ হাজার জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৯০০ জন। তবে এই মারণরোগ সবচেয়ে বেশি প্রাণ কেড়েছে চিনের নাগরিকদের। তবে এবার এই ভাইরাসে বলি হলেন এক আমেরিকাবাসী। সেদেশের সরকারের পক্ষ থেকে বিশেষ প্রয়োজন ছাড়া নাগরিকদের দেশের বাইরে পা রাখতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি করোনায় সংক্রামিত দেশের নাগরিকরাও যাতে আমেরিকায় প্রবেশ করতে না পারেন সেবিষয়ে জারি হয়েছে চরম সতর্কতা।