
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত দেশের প্রথম বক্তিকে গুলি করে হত্যা করল উত্তর কোরিয়া। এর আগেই যদিও করোনা মোকাবিলায় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করার বর্তা দিয়েছিলেন পিয়ংইয়ং। এবার সেপথে হেঁটেই আক্রান্তকে হত্যার জন্য কিম জং উনের অফিস থেকে দেওয়া হল নির্দেশ।
করোনার আতুড়ঘর চিন হলেও, সেদেশের গন্ডি পেরিয়ে এখন প্রায় ৫৭ টি দেশ ছড়িয়ে পড়েছে এই জীবননাশী ভাইরাস। এখনও পর্যন্ত দক্ষিন কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ১৬। প্রতিবেশির এই অবস্থা দেখে তাই কড়া পদক্ষেপ নিয়েছেন পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সুত্রের খবর, শুক্রবার কিমের দেশে একপ্রকার যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনা-মহড়া হয়েছে। এদিন কিম বলেন, ‘এই মারণ ভাইরাস যদি কোনভাবে এদেশে ঢুকে পড়ে এবং নিয়ন্ত্রণ সীমার বাইরে চলে যায় তাহলে খুব সমস্যায় পড়বে গোটা দেশ।’