
নিউজটাইম ওয়েবডেস্ক : শুধু চিনেই থামা নেই, চিন-সীমান্ত পেরিয়ে ক্রমশই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে নোভেল করোনাভাইরাস। বর্তমানে আক্রান্ত দেশের সংখ্যা অন্ততটি ৫৭টি ।এক এক করে সংক্রমণের খবর মিলছে বেলারুশ, লিথুয়ানিয়া, নিউজ়িল্যান্ড, নাইজিরিয়া, নেদারল্যান্ডসের মতো দেশ থেকেও। সঙ্কট সর্বোচ্চমাত্রা ছুঁয়েছে এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আক্রান্তের হিসেব অনুযায়ী সব চেয়ে খারাপ পরিস্থিতি দক্ষিণ কোরিয়ায়। সেখানে নতুন করে ৫৯৪ জনের শরীরে ভাইরাস মিলেছে। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬। সরকারি হিসেবে মোট আক্রান্ত হয়েছেন ২,৯৩১ জন। চিনে মৃতের সংখ্যা ২৭৮৮। দৈনিক মৃত্যু-হার কমলেও দীর্ঘ বন্দি-জীবনে হাঁফিয়ে উঠেছেন উহানের বাসিন্দারা। এখনও পর্যন্ত ভারতে তিন জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনজনই কেরলের বাসিন্দা।তবে চিকিৎসার পর তিন জনই আপাতত সুস্থ। তা সত্ত্বেও ভয় কাটছেনা মার্কিন গুপ্তচর সংস্থাগুলি। তাদের আশঙ্কা, ভারতের জনসংখ্যা বেশি হওয়ায় যে কোনও মুহূর্তে পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করতে পারে।