
নিউজটাইম ওয়েবডেস্ক : ভালোবাসা বাঁধ মানেনা তাই পার্সি মহিলাটি বিয়ে করেছিল ।অন্য ধর্মের ছেলেকে।এরপর তাদেরকে ধর্মীয়স্থানে ঢুকতে দেওয়া হয় না। এরপর তারা মামলা দায়ের করে।সেই ঢুকতে দেওয়ার দাবিতে দায়ের হওয়া মামলায় এই শুনানি ইউটিউবে এ লাইভ সম্প্রচারের দাবিতে মামলা। সিঙ্গল বেঞ্চ এই দাবি খারিজ করে। আজ ডিভিশন বেঞ্চ সারা পৃথিবী যাতে ওই শুনানি দেখতে পায় তাই তা ইউটিউবে লাইভ সম্প্রচারের অনুমতি দিলো হাইকোর্ট।
সম্ভবত দেশে এই প্রথম কোনো মামলার শুনানি সোশ্যাল মিডিয়ায় এ লাইভ করার অনুমতি দিলো কোর্ট। এ ব্যাপারে সুপ্রিমকোর্টের গাইড লাইন আগেই তৈরি থাকলেও এতদিন কোনো মামলায় তার ব্যাবহার হয়নি।