
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভশ্রী মুহুরী ।।
জীবন কখন কোন খাতে বইবে তা বুঝতে পারা সহজ নয়। আজ যার কাছে সাফল্য, কাল ভাগ্যের ফের তাঁকে কোথায় নেবে তা কেউ জানে না। ঠিক যেমন হয়েছে পৌলমীর সঙ্গে।ছোট থেকেই ভালো ফুটবলার পৌলমী, খেলেছেন দেশের হয়ে। সেই পৌলমী আজ জোম্যাটোর ডেলিভারি গার্ল। সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই নানা ভিডিও ভাইরাল হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে টুকরো টুকরো জীবনের গল্প। তেমনভাবেই নেটিজেনরা চিনলেন পৌলমীকে। শুনলেন তাঁর জীবনের না পাওয়া স্বপ্নের গল্প।সম্প্রতি একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে জোম্যাটোর জামা পরিহিতা এক মেয়ে। জনৈক ব্যক্তি জানতে চাইছেন তাঁর জীবনের কথা। প্রথমে জানা গেল, তাঁর নাম পৌলমী অধিকারি। বাড়ি বেহালার শিবরামপুরে। স্বপ্ন দেখতেন বড় খেলোয়ার হবেন। সেই স্বপ্নের দিকে পথচলাও শুরু হয়েছিল কিন্তু ছন্দপতন হল আর্থিক অনটনে। দেশের হয়ে মহিলাদের জাতীয় দলে খেলেছেন পৌলমী। জার্মানি, শ্রীলঙ্কা, লন্ডনের মতো বিদেশের মাটিতে ফুটবল নিয়ে ছুটেছেন। আজও ছুটছেন, তবে পায়ে ফুটবল নেই, কাঁধে রয়েছে খাবারের বোঝা।মা মারা গিয়েছেন ছোটবেলায়। বাবা রয়েছেন, তাঁকে দেখার দ্বায়িত্ব পৌলমীর।তাই ফুটবলের স্বপ্ন ভুলে অন্ন সংস্থানকে বেছে নিয়েছেন। কিন্তু কেন তাঁকে এই ডেলিভারির মতো পেশা বেছে নিতে হল, সেই উত্তর দিতে গিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন পৌলমী। আফসোসের সুরে বলেছেন, পুরুষদের মতো মহিলা ফুটবলাররা সমান সম্মান পান না।সমাজ থেকেও তিনিও প্রাপ্য সম্মান পাননি। তবুও মাঠের ‘গোওওওওল’ এর মতো উল্লাস চিৎকার ভেসে এলেই আজও জিয়া নস্টাল হয় পৌলমীর।ইচ্ছে জাগে মনে, একবার যদি ফিরে যেতে পারতেন মাঠে, পুরনো ফর্মে। আজও এই স্বপ্ন বুনে চলেছেন মনে মনে। ভিডিও ভাইরাল হতেই আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। নেটিজেনরা পৌলমীকে তাঁর ময়দানে ফিরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানানো হচ্ছে। রাজ্য সরকার এগিয়ে আসুন পৌলমীকে সাহায্য করতে এই আবেদন করছেন তাঁরা। পৌলমী ময়দানেই সুন্দর। ফুটবল ফিরে পাক পৌলমীকে, এই আবেদনে নেটিজেনরা।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023